শুক্রবার মাজুখান বাজার এলাকায় তার কারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কায় ‘অল্পের জন্য বেঁচে গেছেন’ বলে এক জানান খুশি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া তার কারের কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন তিনি।
গাড়িতে তিনি একাই ছিলেন জানিয়ে খুশি বলেন, “একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বেঁচে আছি, ভালো আছি।”