Home খেলাধুলা শেষ টেষ্টে দ্বিতীয় দিনশেষে ইংল্যান্ড ভালো অবস্হানে।

শেষ টেষ্টে দ্বিতীয় দিনশেষে ইংল্যান্ড ভালো অবস্হানে।

440
0

উইন্ডিজ টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩৬৯ রান করে অলআউট হয়ে যাই।

উইন্ডিজ ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনশেষে ১৬৯ রান করে ৬ উইকেটের বিনিময়ে। দ্বিতীয় দিনশেষে জেশন হোল্ডার নকআউট আছেন ২৪ রানে এবং সঙ্গী হিসেবে আছেন ডউরিচ ১৬ রানে।

ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন এ্যান্ডারসন ও ব্রড, ১টি করে উইকেট নিয়েছেন আর্চার ও ওয়েকস। তৃতীয় দিনের শুরুতেই উইন্ডিজের আঘাত আনতে পারলে চালকের আসনে চলে আসবে ইংল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের দুটি টেষ্ট ১-১ সমতা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here