যুক্তরাষ্ট্রে চীনের তৈরি বেশ কিছু এ্যাপস বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ টিকটকের মাধ্যমে তাদের তথ্য চীনা কমিউনিস্ট পার্টির কাছে চলে যাচ্ছে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীনের টিকটকসহ বেশ কিছু এ্যাপস বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। কেননা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তরা তথ্য পাচার করে। তবে কতগুলো এ্যাপস বন্ধ হবে সে বিষয়ে স্পষ্ট কোন ইঙ্গিত দেন নি পম্পেও।
এর আগে হুয়াওয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ রেশ চলে। তবে টিকটকের কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা কোন তথ্য চীনের কমিউনিস্ট পার্টির কাছে সরবরাহ করেনি। তাদের তথ্যগুলো নিরাপদ রাখা হয় কিন্তু ট্রাম্প প্রশাসন নিজেদের তথ্য সুরক্ষার জন্য এ সমস্ত এ্যাপস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রঃ বিবিসি।