একটা প্রবাদ আছে “করলেও দোষ না করলেও দোষ”। তামিমের ক্ষেত্রে সেটিই ঘটেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ছিল মা, ভাই নাফিস ইকবাল সহ পরিবারের বেশ কয়েকজন।
সেই সময় তামিম ইকবাল পরিবারসহ ঢাকায় থাকার কারনে তার কোন সমস্যা হয় নি। কিন্তু গত ২৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানে পেটের ব্যথার জন্য কয়েকটি টেস্ট করানো হয়।
চিকিৎসা শেষে ঈদের দিন সকালে দেশে ফেরেন। সরকারি নির্দেশনা মোতাবেক ১৪ দিন হোমকোয়ারেন্টানে থাকতে হবে তামিমকে। তিনি সে মোতাবেক নিজ বাড়িতেই অবস্থান করছেন।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন, তিনি যেহেতু দেশের বাইরে গিয়েছিলেন সেহেতু সরকারি নির্দেশনা মোতাবেক তার করোনা টেস্ট করানো হবে। যদি নেগেটিভ আসে তাহলে তাকে দ্রুত প্র্যাকটিসে ফেরানো হবে।