মো: সোহাগ রহমান সুজন, নিজস্ব প্রতিনিধি:
মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একটি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ধলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদড সহ আরো অনেকে।
সভায় আসন্ন ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন বিষয়ে প্রস্তুতি মূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।