Home জাতীয় বিদায়ী ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির সৌজন্য সাক্ষাৎ খাদ্যমন্ত্রীর সাথে।

বিদায়ী ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির সৌজন্য সাক্ষাৎ খাদ্যমন্ত্রীর সাথে।

602
0

ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের
সঙ্গে বুধবার দুপুর ৩টায় খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানম উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা পরস্পর জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। পরে রিভা গাঙ্গুলী দাশ শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। চলমান মহামারী কভিড-১৯ ও বন্যা পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। সাক্ষাৎকালে যেকোনো দুর্যোগে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন দেশটির বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here