নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুরে দে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত উপজেলা গেটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন র্কসূচীর আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধন শেষে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের যথাযত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার নিকট মানববন্ধনকারীরা স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে একাত্বতা স্বীকার করে অংশ নেন শব্যাপী সংঘটিত নারীর প্রতি বর্বর নির্যাতন, নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের প্রতিবাদে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার উপজেলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম. মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, নিয়ামতপুর বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সম্পাদক আতাউর রহমানসহ সর্বস্তরের নারী পুরুষ।
নারীর প্রতি বর্বর নির্যাতন, নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের প্রতিবাদ ও
শাস্তির দাবিতে নিয়ামতপুরে মানব বন্ধন
Home জেলার খবর নিয়ামতপুর নিয়ামতপুরে নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের প্রতিবাদ ওশাস্তির দাবিতে মানব বন্ধন